Logo
শিরোনাম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গতকাল বুধবারই মক্কা থেকে ইহরাম বেঁধে লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মিনার উদ্দেশে রওনা হন হাজিরা। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বুধবার মক্কা থেকে মিনায় গেছেন। আগামীকাল শুক্রবার পবিত্র হজ। এ দিন আরাফাতের ময়দানের ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাই হজ।

মক্কা হজ মিশন সূত্রে জানা যায়- বুধবার সন্ধ্যা থেকেই একযোগে সব হাজিরা রওনা হন মিনার উদ্দেশে। এ সময় পবিত্র মিনা লাখ লাখ মুসল্লির লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। মূলত ৭ জিলহজ থেকে ১২ জিলহজ মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করেই হজ সম্পন্ন করতে হয়। মিনার মাঠে আজ সারাদিনে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আগামীকাল শুক্রবার ফজরের পর তারা আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন।

শরীয়ত মোতাবেক-হজের অংশ হিসেবে আজ সারাদিন হাজিরা সারা জীবনের পুঞ্জীভূত গোনাহ মাফ ও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন। প্রতিদিন নিজ নিজ খিমায় (তাবু) পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে। প্রতিটি খিমায় ১০ হজযাত্রী একত্রে থাকার সুবিধা রয়েছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাটের ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল শুক্রবার হজযাত্রীরা নিজ নিজ খিমায় ফজরের নামাজ আদায় শেষে আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন। সাধারণত হজযাত্রীরা নিজস্ব মোয়াল্লেমের ব্যবস্থাপনায় পাঠানো বাসে মিনার মাঠ থেকে সাড়ে তিন কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে পৌঁছে থাকেন। ফজর থেকে শুরু তাদের যাত্রা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। হজযাত্রীরা খোদার প্রেমে উন্মাদের মতো ছোটেন আরাফাতে। তাদের সঙ্গে থাকে শুধু একটি ব্যাগ- যাতে রাখা হয় একটি কিছু অতীব জরুরী জিনিসপত্র। যেমন থালাবাসন, পানির মগ, ওষুধ ও অজু- গোসলের জন্য গামছা জাতীয় কাপড় চোপড়।

মূলত মক্কা থেকে মিনার মাঠে পৌঁছার মাধ্যমেই শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। প্রতি বছর হজের দুদিন আগে অর্থাৎ ৭ জিলহজ তারিখ সন্ধ্যায় মক্কা থেকে মিনার মাঠে যাত্রা শুরু করেন। পরদিন ৮ জিলহজ সারাদিন মিনার মাঠে হজযাত্রীরা নিজ নিজ খিমায় কাটাবেন। সাধারণত হজযাত্রীরা নিজস্ব মোয়াল্লেমের ব্যবস্থাপনায় পাঠানো বাসে মিনার মাঠ থেকে সাড়ে তিন কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে পৌঁছে থাকেন। ফজর থেকে তাদের যাত্রা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত।

মক্কা শরীফ থেকে গতরাতে মাওলানা মোহাম্মদ আখতারুজ্জান দৈনিক জনকণ্ঠকে বলেন, এবার আকবরী হজে অংশ নেয়ার পরম সৌভাগ্য হয়েছে বিশ্বের লাখ লাখ হজযাত্রীর। বুধবার রাতে বাংলাদেশের সমস্ত হজযাত্রী মক্কা থেকে মিনার মাঠে পৌঁছে গেছেন। এবার মিনার মাঠে ৫২৯নং রোডের ৫৭৭ সিরিয়ালের খিমা বাংলাদেশীদের জন্য নির্ধারণ করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হচ্ছে।

করোনা মহামারীতে দুই বছর সীমিতকারে হজের পর এবারই ব্যাপকহারে হজের সুযোগ দেয়া হয়। বাংলাদেশ থেকে এবার ৫৭ হাজারের বেশি মুসল্লি এবার হজ করার সুযোগ পেয়েছেন।

নিউজ ট্যাগ: পবিত্র হজ

আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪