Logo
শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে সিয়াটলে বর্ণবৈষম্য নিষিদ্ধ

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরে আইন করে বর্ণবৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে শহরটিতে কেউ বর্ণবৈষম্য করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। শহরটির সিটি কাউন্সিলে এক ভোটাভুটিরে মাধ্যমে এই ঐতিহাসিক আইন পাস হয়।

 

সিয়াটল শহরের সিটি কাউন্সিলের একমাত্র ভারতীয় বংশোদ্ভূত নারী কাউন্সিলর ক্ষমা সাওয়ান্ত বলেন, আমাদের সমাজে নানান ধরনের বৈষম্য আছে। বর্ণ বা জাতিগত বৈষম্য এমনই একটি। বর্ণবৈষম্য অর্থনৈতিক বৈষম্যের মতোই ভয়াবহ। এটার বিরুদ্ধে সংগ্রাম করা আর দশটি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করার মতো গুরুত্বপূর্ণ।

 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে জাতিগত বৈষম্য দূর করা নিয়ে আইন পাস হয়েছে। কিন্তু বহুজাতির দেশটিতে এখন পর্যন্ত জাতিগত বৈষম্য নিষিদ্ধ করে কেন্দ্রীয় কোনো আইন নেই।

 

এ অবস্থায় সিয়াটল শহরের ওই আইন ঐতিহাসিক এবং তা দেশটির অন্য শহরকে একই ধরনের আইন পাস করতে উদ্বুদ্ধ করবে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩