Logo
শিরোনাম

যমুনায় ইলিশ ধরার দায়ে ৫৬ জেলের সাজা

প্রকাশিত:রবিবার ০৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ে যমুনায় ইলিশ ধরার দায়ে ৫৬ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার আদালতের বিচারক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা এই কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে শিবালয়ে যমুনায় অভিযানে নামে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌপুলিশের সদস্যরা। অভিযান চলাকালে ৫৬ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়।

আজ সকালে আটক ৫৬ জন জেলের মধ্যে ৬ জনকে ১৫ দিন করে ও ১ জনকে ১ মাস কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪৯ জনকে ৫৩ হাজার ৮০০ জরিমানা করা হয়।

ইউএনও জেসমিন সুলতানা বলেন, 'জব্দ করা জালগুলো পোড়ানো হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।'

গত ৪ অক্টোবর থেকে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের জন্যে তা ধরা ও বিক্রিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


আরও খবর