Logo
শিরোনাম

ভোটগ্রহণ চলছে ভোটার শূন্য কেন্দ্রে

প্রকাশিত:বুধবার ১৫ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে নেই কোনো আমেজ। ভোটকেন্দ্রে নেই ভোটারদেরও তেমন উপস্থিতি।

সরেজমিন দেখা যায়, সকাল সাড়ে ১০টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভোটকেন্দ্রে কোনো ভোটারদের উপস্থিতি খুব কম দেখা যায়। ছিল না ভোটারদের লাইন। জনশূন্য এ কেন্দ্রে অলস বসে রয়েছেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্টরা। এছাড়া ৭নং ওয়ার্ডের অব্স্থা প্রায় একই। এ রকম পরিস্থিতি গোটা উপজেলার প্রায় প্রতিটি ভোটকেন্দ্রের।

উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর শাফী এলিম ও আওয়ামী লীগের ঘরানার স্বতন্ত্র প্রার্থী শফিক উদ্দিন।

এ দুই প্রার্থী ব্যতীত নির্বাচনে অংশ নেয়নি অন্য কোনো দল। ১০২টি ভোটকেন্দ্র মোট ভোটার রয়েছেন ২ লাখ ৪০ হাজার একশ জন। বৈরী আবহাওয়ার ফলে ভোটাররা ভোটকেন্দ্র যেতে পারছেন না। অপরদিকে নির্বাচনে কোনো অঘটন যেন না ঘটে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।


আরও খবর