Logo
শিরোনাম

ভ্লাদিমির পুতিনের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’: জো বাইডেন

প্রকাশিত:মঙ্গলবার ২২ মার্চ 20২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বাস, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাঁর (পুতিন) রাসায়নিক বা জৈব অস্ত্রের ব্যবহারের আশঙ্কাও বেড়ে যাচ্ছে।সোমবার ওয়াশিংটন ডিসিতে কথা বলার সময় জো বাইডেন বলেছেন,  তারা (রাশিয়া) দাবি করছে- ইউক্রেনে রাসায়নিক ও জৈব অস্ত্র রয়েছে। এটা স্পষ্ট সংকেত যে, তিনি (পুতিন) উভয় অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বরাবরই বলে আসছে, (ইউক্রেনে) রাসায়নিক হামলা চালানোর আশায় দেশটিতে জৈব ও রাসায়নিক অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ তুলছে রাশিয়া।

চলতি বছরের মার্চ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করলে এর পরিণতির মুখোমুখি হবে মস্কো।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩