Logo
শিরোনাম

ভাসানচরে পৌঁছাল আরও ১৪৬৪ রোহিঙ্গা

প্রকাশিত:শনিবার ৩০ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে গিয়ে পৌঁছেছে আরও এক হাজার ৪৬৪ জন রোহিঙ্গা। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের ভাসানচরে নেয়া হয়। এটি ছিল তৃতীয় দফার দ্বিতীয় ধাপ। এনিয়ে মোট ছয় হাজার ৬৮৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হলো।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গা বোটক্লাব থেকে এক হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজগুলো রওনা করে। দুপুর সাড়ে ১২টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমডোর আব্দুল্লাহ আল মামুন ভাসানচরে তাদেরকে গ্রহণ করেন। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে তাদের সংক্ষিপ্ত ব্রিফিং করে বরাদ্দকৃত স্ব স্ব ঘরে পাঠানো হয়।

স্থানান্তর প্রক্রিয়ার তৃতীয় দফায় এটি ছিল দ্বিতীয় ধাপ। শুক্রবার (২৯ জানুয়ারি) তৃতীয় দফার প্রথম ধাপে এক হাজার ৭৭৮ জনকে ভাসানচর নেয়া হয়। ফলে দুইদিনে তিন হাজার ২৪২ রোহিঙ্গাকে তাদের নতুন আবাসস্থলের পাঠানো হলো।

আশ্রয়ণ প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমডোর আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী তিনদিন তাদেরকে রান্না করা খাবার সরবরাহ করা হবে। পরবর্তীতে তাদেরকে রেশন সামগ্রী দেয়া হবে।


আরও খবর