Logo
শিরোনাম

ভারত থেকে দেশে ফিরলেন আরও এক জেলে

প্রকাশিত:সোমবার ৩১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিত্রাংয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়া আরেকজন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করলো ভারতীয় কোস্ট গার্ড। এ জেলেকে মোংলায় আনার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মোংলা কোস্ট গার্ড।

কোস্ট গার্ড ঢাকা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি রোববার বিকেলে জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যাওয়া আরও একজন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছেন ভারতীয় কোস্ট গার্ড।

ওই জেলের হলো মো: আনোয়ার হোসেন (২৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বাসিন্দা।

জানা যায়, আনোয়ারসহ ২১ জন জেলে গত ২০ অক্টোবর ভোলার নুরাবাদ ঘাট থেকে সমুদ্রে মাছ ধরতে যান। এরপর সিত্রাংয়ের কবলে পড়ে ২২ অক্টোবর তাদের ফিশিং ট্রলারটি ডুবে যায়। এরপর আনোয়ার ডুবন্ত ট্রলারে থাকা মাছ ধরার ফ্লোট ধরে প্রায় সাত দিন ধরে সমুদ্রে ভেসে ছিলেন। ওই সময়ে তার অন্যান্য সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিসিং ট্রলার সাগর থেকে ভাসমান অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ২৯ অক্টোবর ভারতীয় কোস্ট গার্ডের কাছে তুলে দেন।

এরপর ভারতীয় কোস্ট গার্ড ৩০ অক্টোবর রবিবার বেলা পৌনে ১১টার দিকে উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলে আনোয়ারকে ভারতের আমোঘ বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূণ্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের স্বাধীন বাংলা জাহাজে হস্তান্তর করে। বর্তমানে সে শারিরীকভাবে সুস্থ আছেন।

উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে (মোংলা) এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কমলেশ মজুমদারের মাধ্যমে তার স্বজনদের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় কোস্ট গার্ড।

এর আগে ভারতীয় জলসীমা থেকে উদ্ধার হওয়া ২৩ জেলেকে ২৭ অক্টোবর মোংলা কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছিলো ভারতীয় কোস্ট গার্ড। ২৭ অক্টোবর রাতেই মোংলা কোস্ট গার্ড তাদেরকে তাদের পরিবার ও মহাজনের কাছে হস্তান্তর করেন।


আরও খবর