Logo
শিরোনাম

উদ্ধার অভিযান অব্যাহত, উদ্ধার হননি নিখোঁজ ৮ যাত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ডালচর এলাকায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ৪৫ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো নিখোঁজ রয়েছেন আটজন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নৌপুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন ।

তিনি বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনার ৪৫ ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজ আটজনের কাউকে জীবিত বা মৃত উদ্ধারের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নববধূ ,নারী ও শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো আটজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন-জাকিয়া বেগম (৫৫), মো.হাছান (৭), নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), নিহা (১) আমির হোসেন ও আলিফ (১)।

স্থানীয়দের ভাষ্যমতে, হাতিয়ার নলের চরে বিয়ে অনুষ্ঠান শেষে নববধূ নিয়ে বরসহ ভোলার মনপুরা যাওয়ার পথে ডালচর এলাকায় তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম উল্যা জানান, আজকেও আমরা নদীর বিভিন্নস্থানে তল্লাশি অভিযানে রয়েছি। তার আগের দিনও সারাদিন মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।


আরও খবর