Logo
শিরোনাম

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ ঘানার ফুটবলার

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাড়ছে লাশের সারি। কান্নার শব্দে ভারী হচ্ছে চারপাশ। স্মরণকালের অন্যতম এ প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যে মৃত্যু ছাড়িয়ে দুই হাজারেরও বেশি।

এদিকে ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ রয়েছেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব নিউ ক্যাসল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানিয়েছে, ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়। ৩১ বছর বয়সী এ ফুটবলার তুর্কি ক্লাব হাতায়স্পরের হয়ে বর্তমানে খেলছিলেন। এর আগে বছর পাঁচেক এর মতো ইংলিশ ক্লাব নিউ ক্যাসল মাতিয়েছেন আতসু।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আতসুর সঙ্গে ক্লাবটির ডিরেক্টর তানের সাভুতও নিখোঁজ রয়েছেন।


আরও খবর