Logo
শিরোনাম

তরুণদের গেমিং আসক্তি কমানোর দাবি চীনের

প্রকাশিত:রবিবার ২৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চীনের কিশোর ও তরুণদের ভিডিও গেমস আসক্তি কমানোর দাবি জানিয়েছে দেশটির গেম ইন্ডাস্ট্রি গ্রুপ কমিটি। এটি গেম নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।  চীনের সরকারি কর্মকর্তারা একসময় ভিডিও গেমকে আধ্যাত্মিক আফিম বলে আখ্যায়িত করেছিলেন। নতুন প্রতিবেদনের তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, চীনে বর্তমানে গেম খেলার পাশাপাশি অনুমোদন গ্রহণের ক্ষেত্রে যে কঠোর বিধি রয়েছে, সেগুলো কিছুটা শিথিল হতে পারে। ২০২১ সালের আগস্ট থেকে চীনের শিশুদের সপ্তাহে মাত্র ৩ ঘণ্টা গেম খেলার বিধান চালু রয়েছে।

মূলত দেশটির বাজারে অবস্থানরত প্রযুক্তি জায়ান্টগুলোর কার্যক্রমে নজরদারি আরোপের অংশ হিসেবে চীন সরকার এ উদ্যোগ নেয়। এতে বিশ্বের অন্যতম ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্টের কার্যক্রমও বাধার মুখে পড়ে। প্রতিবেদনে তথ্য সরবরাহ করেছে সিএনজি। তথ্যানুযায়ী, বর্তমানে চীনের ৭৫ শতাংশের বেশি তরুণ গেমার সপ্তাহে ৩ ঘণ্টারও কম সময় গেম খেলে ব্যয় করে। টেনসেন্টসহ চীনের অন্যান্য গেমিং কোম্পানিগুলোও এ উদ্যোগের কারণে যুগান্তকারী ফল অর্জন করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এশিয়ার গেমিং বাজার বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নাইকো পার্টনার্স বলেছে, প্রতিবেদনে উঠে আসা দুর্বল দিক হলো গেমিং থেকে চীন যে বড় অংকের রাজস্ব পেত সেটি অনেকাংশেই কমে গেছে।

নাইকোর প্রতিষ্ঠাতা লিসা কসমাস হ্যানসন বলেন, ই-স্পোর্টস, পিসি গেমিং ও চীনের ৭০ কোটিরও বেশি গেমারের মধ্যে আগ্রহের কারণে ভবিষ্যত আরো ইতিবাচক বলে মনে হচ্ছে। তরুণদের মধ্যে ক্রমবর্ধমান গেমিং আসক্তিকে চার কারণে দোষারোপ করেছে চীন। এগুলো হলো ক্রমবর্ধমান মায়োপিয়া, মনোযোগের ঘাটতি, মানসিক স্বাস্থ্য সমস্যা ও ঘুমের ব্যাঘাত।

একদিকে কোভিড-১৯-এর সংক্রমণ রোধে লকডাউন। অন্যদিকে অনলাইন শিক্ষার কারণে ডিভাইসের পর্দায় দীর্ঘ সময় তাকিয়ে থাকার কারণে নাগরিক স্বাস্থ্য নিয়ে চীন অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে গেমিংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অন্যদিকেও ছড়িয়ে যায়। টিকটকের চীনা সংস্করণ ডাউয়িন ১৪ বছরের কম বয়সীদের দিনে ৪০ মিনিটের বেশি প্লাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে দেশটির সামনে নতুন সংকট। শীতের মৌসুম আসতে থাকায় চীনে পুনরায় কোভিড-১৯-এর সংক্রমণ বাড়তে শুরু করেছে। যার পরিপ্রেক্ষিতে শিশু ও কিশোরদের অধিকাংশ সময়ই বাসায় বসে কাটাতে হচ্ছে। এমতাবস্থায় অভিভাবকরা সময় কাটাতে শিশুদের গেমিং অ্যাকাউন্টে প্রবেশের অনুমতি দিচ্ছেন। শুধু শিশু নয়, গেমিং বর্তমানে প্রাপ্তবয়স্কদের মাঝেও জনপ্রিয়তা পাচ্ছে।

নিউজ ট্যাগ: গেমিং আসক্তি

আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩