Logo
শিরোনাম

তৃতীয় দফায় ভাসানচরের পথে ১৭৭৬ রোহিঙ্গা

প্রকাশিত:শুক্রবার ২৯ জানুয়ারী ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের উখিয়া ও কুতুপালং ক্যাম্প থেকে চট্টগ্রাম হয়ে তৃতীয় দফায় রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীর ভাসানচরে পথে রওনা হয়েছে চারটি জাহাজ। এই দলটিতে রয়েছেন ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গা।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে জাহাজগুলো রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করে। এর আগে, ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুরে ওই রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক জানান, আরেকটি জাহাজে করে এই রোহিঙ্গাদের মালামাল নেয়া হচ্ছে। সাগর শান্ত আছে। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারা ভাসানচরে পৌঁছে যাবে। নিরাপত্তার জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি জাহাজ ও চারটি স্পিডবোট রোহিঙ্গাদের বহনকারী জাহাজের সঙ্গে রয়েছে।

এর আগে ২০২০ সালের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।


আরও খবর