Logo
শিরোনাম

তিন সংসদীয় আসনের উপনির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ১৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে বিএনপি এই উপনির্বাচনে অংশগ্রহণ করছে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ কংগ্রেস ও বিএনএফ ৮ প্রার্থী এবং স্বতন্ত্রপ্রার্থী ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।

তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ মঙ্গলবার (১৫ জুন)।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে মনিরুজ্জামান ও রুহুল আমীন মনোয়ন জমা দেন।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র ফাহমিদা হোসেন, আলহাজ শফি আহমেদ চৌধুরী ও শেখ জাহিদুর রহমান মাসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান ও জাতীয় পার্টির মো. জসিম উদ্দিন।

তিনটি শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন।


আরও খবর