Logo
শিরোনাম

টাঙ্গাইলে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১০ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে স্থানীয় মো. নজরুলের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচ শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের সেপটিক সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এ সময় আনন্দ ও নিধন মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বেকু(ড্রেজার) দিয়ে মাটি সরিয়ে ওই দুই জনের মরদেহ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করেন। 

টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।


আরও খবর