Logo
শিরোনাম

টাঙ্গাইলে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

প্রকাশিত:বুধবার ০৯ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৯৭৫জন দেখেছেন
Image

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতিতে ১ কোটি ১০ লাখ টাকার হেরোইনসহ (১ কেজি ১শ গ্রাম) ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ মার্চ) বিকেলে উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ডে ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা- চাঁপাইনবাবগঞ্জের দূর্গাপুর নয়াটোলার আঃ সাত্তারের স্ত্রী ফুলেরা বেগম আখি (৩৫), রাজশাহী গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচকের মুক্তার হোসেনের ছেলে সোলেমান আলী (৫০), সাদিকুল ইসলামের ছেলে মামুন আলী (১৯)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে ইউনিক ডিজিটাল হসপিটাল এর সামনে অভিযান চালিয়ে ১ কেজি ১শ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।


আরও খবর