Logo
শিরোনাম

তামিমের ফিফটিতে প্রথম জয় পেল খুলনা

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে টানা তিন ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেল খুলনা টাইগার্স। দিনের প্রথম ম্যাচে তামিমের ফিফটিতে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রান তুলে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় খুলনার।

রান তাড়া করতে নেমে কোনো চাপই নেননি দুই ওপেনার তামিম ইকবাল খান ও মুনিম শাহরিয়ার। ওপেনিং জুটিতে দুজন মিলে তুলেন ৪১ রান। ২১ বলে ২১ রান তুলে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা বলে শোয়েব মালিকের হাত ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুনিম। পরে আর উইকেট হারায়নি টাইগার্সরা।

দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন ওপেনার তামিম ইকবাল। এ সময় দুজন মিলে ৭৭ বলে গড়েন ৮৯ রানের জুটি। তাতেই ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬০ রানে অপরাজিত থাকেন তামিম। ৪৭ বলে খেলা ইনিংসটি চারটি চার ও দুট ছয়ে সাজানো। এদিকে ৪২ রানে ৩৮ রানে অপরাজিত থাকেন জয়।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান খুলনা টাইগার্সের দলনেতা ইয়াসির আলি। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। শূন্যরানে সাজঘরের পথ ধরেন দলীয় ওপেনার রনি তালুকদার। পরের উইকেটে খেলতে নেমে ১৩ রান করেন মোহাম্মদ নাঈম শেখ।

তৃতীয় উইকেট জুটি চাপ সামলে নেন পারভেজ হোসেন ইমন ও শেখ মেহেদী হাসান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ২৪ বলে ২৫ রান করে আউট হন ইমন। আর মেহেদীর ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৩৮ রান। পরে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল একজন। রাকিবুলের ব্যাট থেকে আসে ১২ রান। এছাড়া মালিক ৯, শামীম ৪, নওয়াজ ৫, ওমরজাই ৯ ও রউফ শূন্যরানে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন হাসান।

এদিকে খুলনার পক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রানের খরচায় ৪ উইকেট তুলে নেন বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। এছাড়া তিনটি উইকেট নেন আরেক পাকিস্তানি পেসার আমাদ বাট। আর বাঁ-হাতি স্পিনার নাহিদুল ইসলাম নেন দুটি উইকেট।


আরও খবর