Logo
শিরোনাম

সুইসাইড নোটে তিনজনকে অভিযুক্ত করে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত:শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুইসাইড নোট লিখে খুলনার কয়রা উপজেলায় তনুশ্রী মাঝি (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের সময় উপজেলায় মহেশ্বরীপুর ইউনিয়নে নিহত তনুশ্রীর কক্ষ থেকে ওই সুইসাইড নোটটি পাওয়া যায়। সেখানে ‍আত্মহত্যা জন্য তিনি তিনজনকে দায়ী করে গেছেন বলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা জানান।

তনুশ্রী গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের দীপক মাঝির মেয়ে।

সুইসাইড নোটের একটি অংশে লেখা ছিল- আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পেছনে খুব ভালোমতো লাগিছে। আমি না মরা পর্যন্ত শান্তি তারা পাবে না। শুভ, আলিফ, মিহির আমাকে বাঁচতে দিলো না।’

ওসি এবিএম দোহা জানান, বৃহস্পতিবার বিকেলে তনুশ্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনজনের নাম উল্লেখ রয়েছে। তবে আত্মহত্যার কারণ আমরা এখনও জানতে পারিনি। নোটে হাতের লেখা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 


আরও খবর