Logo
শিরোনাম

সুবর্ণচরে কাঁঠালবাহী ট্রাক খালে

প্রকাশিত:শুক্রবার ২৪ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৫৫জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে অটোরিকশা সাইড দিতে গিয়ে কাঁঠালবাহী ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার চরবাটা খাসেরহাট থেকে বাংলা বাজার সড়কের হাদী মার্কেট সংলগ্ন সফি সওদাগর বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন বলেন,  ট্রাক চালক মো. বিল্লাল ঢাকা থেকে ১৭৫০ পিস কাঠাল নিয়ে সুবর্ণচর এসেছেন। ট্রাকে আমাদের ৩ ব্যবসায়ীর কাঠাল ছিল। যার বাজার দর প্রায় দুই লাখ টাকা। রাস্তা সরু হওয়ায় অটোরিকশা সাইড দিতে গিয়ে ট্রাক খালে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী জায়েদ বলেন, আমাদের এই সড়কে দীর্ঘদিন কাজ হচ্ছেনা। দুইটা রিকশা ক্রস করতে গেলে বিপদ হয়। রাস্তার বিষয়ে জনপ্রতিনিধিদের বারবার বলেও কাজ হচ্ছেনা। প্রায় এমন দুর্ঘটনা ঘটে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যানচলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মালামালসহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজ ট্যাগ: সুবর্ণচর

আরও খবর