Logo
শিরোনাম

সম্পত্তির ভাগ না দিতে ছোট ভাইকে হত্যা

প্রকাশিত:সোমবার ১৩ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যার রহস্য উদঘাটন হয়েছে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই সোহাগ হাওলাদারের (৪২) হাতে খুন হন তিনি।

সোহাগকে ঢাকা থেকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম।

গত সোমবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার রজপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে সোহাগের সঙ্গে বাকবিতণ্ডা হয় ছোট ভাই সাংবাদিক প্রদীপের৷ ওইদিন রাতে নিজ পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ জুন প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।

কলাপাড়া থানার ওসি জসিম বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ তৈরি হয় দুই ভাইয়ের মধ্যে। এ ঘটনার জেরে ৫ জুন রাত ৯টার দিকে সোহাগ চাকু দিয়ে জাফরের পেটে ও হাতে আঘাত করে পুকুরে ফেলে দেন। মৃত্যু নিশ্চিত হলে সোহাগ পালিয়ে যান। পরদিন প্রদীপের স্ত্রী বাদী হয়ে মামলা করলে আমরা আসামিদের গ্রেফতারে অভিযানে নামি।

ওসি আরও বলেন, ঘটনার ছয়দিন পর শনিবার বিকেলে ঢাকার উত্তরা থেকে সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা। ব্যাপক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন তিনি। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: ছোট ভাইকে হত্যা

আরও খবর