Logo
শিরোনাম

সখীপুরে একই বংশে ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রকাশিত:শনিবার ৩০ জুলাই ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের সখীপুরে একই বংশের ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা-সম্মাননা প্রদান করা হয়েছে। সৃজনশীল সখীপুর কর্তৃক শনিবার (৩০ জুলাই) উপজেলা মিলনায়তনে এই সংবর্ধনা-সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ০৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যক্ষ এম ও গণি। ১৪ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৫ জনকে মরোণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন, ফরহাদ হোসেন গেজেট নং ৩৯১০, আবুল কাশেম আহাম্মেদ গেজেট নং ৪৩৫৯, মোঃ আব্দুর রশিদ মিয়া গেজেট নং ৪১৬১, মোঃ আবুল হোসেন গেজেট নং ২৫১৩১,মোঃ দানেশ আলী গেজেট নং ৬০, অবশিষ্ট ৯ জন মুক্তিযোদ্ধা হলেন, মোঃ মহসিনুজ্জামান গেজেট নং ৬৯১৬, মোঃ শামসুল হক মুন্সী গেজেট নং ৪৩৫১, মোঃ আবুল হাশেম গেজেট নং ৪৩৫৫ মোঃ মজিবুর রহমান গেজেট নং ৪৩৬৩, মোঃ আব্দুল মালেক গেজেট নং ৬৯০৭, মোঃ আবুল কাশেম গেজেট নং ৩৭৮১, মোঃ আঃ আজিজ গেজেট নং ৬১৮৯, মোঃ আকবর আলী গেজেট নং ৫০৮৫, মোঃ ছাইফুল ইসলাম গেজেট নং ৬২০৩।

সংবর্ধনা-সম্মাননা প্রদান অনুষ্ঠানের সংবর্ধনা পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ চর্যাপদ গবেষক অধ্যাপক আলীম মাহমুদ। অনুষ্ঠান ব্যবস্থা আলী আহমেদ রোজদী, এড. ফজলুল হক আকাশ, আবুল হোসেন ও সার্বিক সহযোগিতায় সোহেল রানা পাপ্পু। সংবর্ধনা-সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্থানীয় এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর