Logo
শিরোনাম

সিরাজগঞ্জে পাইপগান-গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত:শুক্রবার ০৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১১৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি ডিবি পুলিশের  অভিযানে দুইটি দেশীও পাইপগান ও ২ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে এতথ্য নিশ্চিত করেছেল জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাওড়া নতুনপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (৪৫)ও একই গ্রামের মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে মো. লিটু ব্যাপারী(৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বেলকুচি উপজেলার বাওড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে একটি দেশীয়ও তৈরী পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ওয়ার্কসপ থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরি করে জেলা ও পাশ্ববর্তি জেলায় অস্ত্র বিক্রি করে আসছিল। এঘটনায় বেলকুচি থানায় উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ট্যাগ: সিরাজগঞ্জ ডিবি

আরও খবর