Logo
শিরোনাম

সিরাজগঞ্জে মৌমাছির কামড়ে আহত শতাধিক

প্রকাশিত:শনিবার ২৬ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জের কামারখন্দে মৌমাছির কামড়ে শিশুসহ শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বড়কুড়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বড়কুড়া দক্ষিণপাড়ায় কাঁঠাল গাছে থাকা মৌমাছির চাকে চিল পাখির আক্রমণে চাকে থাকা অসংখ্য মৌমাছি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে পথচারী থেকে শুরু করে এলাকার শতাধিক বাসিন্দা মৌমাছির কামড়ে আহত হন।

মৌমাছির কামড়ে আহত বড়কুড়া গ্রামের আজিজুল হক বলেন, আমি সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে জামতৈল বাজার থেকে বাড়ি ফিরছিলাম। এসময় বড়কুড়া দক্ষিণপাড়ায় পৌঁছালে প্রায় শতাধিক মৌমাছি আমার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মৌমাছির কামড়ে আমিসহ শতাধিক মানুষ আহত হয়েছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. ফাহিম ইবনে সাকলায়েন জানান, সন্ধ্যার পর থেকে মৌমাছির কামড়ে আহত অর্ধশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রোগী ও স্বজনদের অতিরিক্ত ভিড়ে চিকিৎসা দিতে আমাদের অনেকটা হিমসিম খেতে হচ্ছে।


আরও খবর