Logo
শিরোনাম

সিনহা হত্যা মামলা: খালাসপ্রাপ্ত ৭ জন কারামুক্ত

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় খালাসপ্রাপ্ত সাত জন কারামুক্ত হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আদালতের আদেশনামা পাওয়ার পরই তাদের মুক্তি দেওয়া হয়।

এ মামলায় খালাসপ্রাপ্তরা হলেন বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, বরখাস্ত হওয়া কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান, বরখাস্ত হওয়া কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ।

এর আগে এ মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।


আরও খবর