Logo
শিরোনাম

শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত বরগুনার মেয়র

প্রকাশিত:সোমবার ২১ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
Image

বরগুনা প্রতিনিধি:

আহতাবস্থায় মেয়রকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলপড়ুয়া এক সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেয়রকে বহনকারী গাড়িটি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে চালক ও মেয়রসহ গাড়িতে থাকা তিনজন আহত হন। দুর্ঘটনায় সাইকেল আরোহীও গুরুতর আহত হয়। তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ জানান, মেয়রকে উন্নয়ত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়েছে। তার বুক ও গলার হাড় ভেঙ্গে গেছে, মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে পটুয়াখালীর পায়রায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজই উদ্বোধন হবে ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।


আরও খবর