Logo
শিরোনাম

‘শেখ হাসিনার সময়ে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন হয়’

প্রকাশিত:শুক্রবার ০২ ডিসেম্বর 2০২2 | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, একমাত্র শেখ হাসিনার সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটে। আজ দেশের শিক্ষার মান উন্নয়নে তিনি সার্বিক চেষ্টা চালাচ্ছেন। কেননা, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশে সুশিক্ষা বিস্তার করতে। তাইতো দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থীসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করছেন’।

শুক্রবার (২ ডিসেম্বর) উপজেলার শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি একথা বলেন।

আজ বিকালে কলেজের হলরুমে  কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি এসএম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাটিভাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সন্তোষ কুমার মিস্ত্রী, উত্তম কুমার মঠের প্রতিষ্ঠা কুমার আচার্য প্রমুখ।

এর আগে, একই দিন মন্ত্রী উপজেলার শ্রীরামকাঠীতে প্রায় এক কোটি  ৩৪ লাখ টাকা ব্যায়ে ওই ইউনিয়নের জয়পুর হতে ভীমকাঠী সহ প্রায় সাড়ে ১১ কিমি দৈঘ্যের ৬টি খাল পুন: খননের  উদ্বোধন করেন।


আরও খবর