Logo
শিরোনাম

‘সাত দিনে রাশিয়ার ২৬০০ সেনা নিহত’

প্রকাশিত:রবিবার ২০ নভেম্বর ২০22 | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনীয় ভুখণ্ডে রাশিয়া অন্তত ২ হাজার ৬০০ যোদ্ধা হারিয়েছে। গতকাল শুক্রবার সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করে। তাতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী শুক্রবারই অন্তত ৩৫০ রুশ সেনাকে হত্যা করেছে। এ ছাড়া বলা হয়েছে, গত সোমবার থেকে আনুমানিক দুই হাজার ৬০০ রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। এর মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ ৭১০ জন ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত রুশ সেনা নিহতের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩