Logo
শিরোনাম

সাফের প্রথম ম্যাচে ভুটানের জালে ভারতের এক ডজন গোল

প্রকাশিত:শুক্রবার ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে উড়িয়ে দিয়েছে শক্তিশালী ভারত। ভুটানের মেয়েদের জালে গোলের ডালি সাজিয়েছে ভারতীয়রা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে  ১২-০ হারিয়েছে গোলে অন্যতম ফেভারিট ভারত।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে ভারত। ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছিল ভুটানের মেয়েরা। কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সব প্রতিরোধ।

ভারত প্রথমার্ধে গোল পায় চারটি। আর বিরতির পর আটটি। মোট তিনজন হ্যাটট্রিক করেন।৫১, ৬৯, ৭৮ মিনিটে আনিতা কুমারি দলের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। ৪৫, ৫৫ ও ৯০ মিনিটে নেহা তৃতীয় হ্যাটট্রিকটি করেছেন। আর লিন্ডা কম মাঝে ৬১, ৬৩ ও ৭৫ মিনিটে লক্ষ্যভেদ করে পূরণ করেন দলের প্রথম হ্যাটট্রিক।

এছাড়া বাকি তিনটা গোলের মধ্যে অপূর্ণা করেন দুটি ২৯ ও ৩৬ মিনিটে। আর বাকি গোলটি আসে ৪৩ মিনিটে নিতুর পা থেকে।

এবারের টুর্নামেন্টে ভারত ও ভুটান ছাড়াও খেলছে বাংলাদেশ ও নেপাল।


আরও খবর