Logo
শিরোনাম

রংপুরে কমছে না করোনায় মৃত্যুর মিছিল, একদিনে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত:সোমবার ১২ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুর বিভাগে করোনায় মৃত্যুর মিছিল কমছে না। গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের ৫ জন, দিনাজপুরের ৬ জন, কুড়িগ্রামের একজন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড়ের ৩ জন মারা গেছেন। এ নিয়ে রংপুর বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জনে। এর মধ্যে গত ১১ দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষা করে ৬১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ১০১ জন, দিনাজপুরের ১০৮ জন,  রংপুরের ১১৬ জন, পঞ্চগড়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৬৮ জন, নীলফামারীর ৪৯ জন, গাইবান্ধার ৬৮ জন ও লালমনিরহাট জেলার ২৫ জন রয়েছেন। বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

রংপুর বিভাগে এ পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ হাজার ৩২৯  জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বিভাগে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তার মধ্যে দিনাজপুরের ২২৯ জন, রংপুরের ১৩৪ জন, ঠাকুরগাঁওয়ের ১২০ জন, নীলফামারীতে ৪৫ জন, লালমনিরহাটের ৪৩ জন, কুড়িগ্রামের ৩৫ জন, গাইবান্ধার ৩২ জন ও পঞ্চগড়ের ৩৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৮ জন। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম রংপুর বিভাগসহ সারাদেশের জনগণকে পুরাপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।



আরও খবর