Logo
শিরোনাম

রংপুরে বিপুল পরিমানে টিসিবি পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ

প্রকাশিত:শুক্রবার ২৫ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রংপুর প্রতিনিধিঃ

রংপুর মহানগরী এলাকা থেকে বিপুল পরিমানে টিসিবি পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম-

কোতয়ালী থানাধীন ২৭ নং ওয়ার্ডস্থ আলমনগর কলোনী জামে মসজিদ সংলগ্ন মোঃ আলী হাসান মুন্না, পিতা- মৃত এখলাক হাজী এর বসত বাড়ীর ভিতর আঙ্গিনা হতে ধৃত আসামী মোঃ আলী হাসান মুন্না (৩৫) এবং টিসিবি ডিলার মেসার্স মা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ আসাদুল ইসলাম কে অবৈধ ভাবে মজুদকৃত মালামাল টিসিবি পণ্যসহ তাকে গ্রেফতার করা হয়।

টিসিবির আটককৃত মালামাল-

(১)  চিনি মোট ০৮(আট) বস্তা যাহার ওজন (০৮x৫০)=৪০০ (চারশত) কেজি, মূল্য অনুমান (৪০০x৬০)=২৪০০০/- (চব্বিশ হাজার) টাকা।

(২) বসুন্ধরা ব্রান্ডের সয়াবিন তেল ৫৪ লিটার মূল্য অনুমান (৫৪x১০০) = ৫৪০০/-(পাঁচহাজার চারশত) টাকা,

(৩)  পেঁয়াজ ১২(বার) বস্তা, ওজন (১২x২৪)=২৮৮ (দুইশত আটাশি) কেজি, প্রতিটি বস্তা ২৪ কেজি করে । মূল্য অনুমান (২৮৮x৪০)=১১৫২০/- (এগার হাজার পাঁচশত বিশ) টাকা।

উদ্ধারকৃত পন্য সামগ্রীর সর্বসাকুল্যে মূল্য (২৪০০০+৫৪০০+১১৫২০) = ৪০,৯২০/- (চল্লিশ হাজার নয়শত বিশ) টাকা।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ  এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সামিউল আলম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শাহাদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আলতাব হোসেনসহ আরপিএমপি,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


নিউজ ট্যাগ: টিসিবি

আরও খবর