Logo
শিরোনাম

'রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি নন, একজন মহাপুরুষ'

প্রকাশিত:রবিবার ০৮ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১১২৫জন দেখেছেন
Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি একজন মহাপুরুষ।

আমার মত মানুষের কবিকে নিয়ে বক্তব্য দেওয়া দুঃসাধ্য ব্যাপার। রবীন্দ্রনাথ একজন জমিদার বংশের হয়ে তিনি সাধারণ মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।

বক্তব্যকালে তিনি আরো বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কবিকে বুকে ধারণা করেছিলেন বলেই তিনি সাধারণ মানুষকে ভালোবাসতেন, গান ভালোবাসতেন, কবিতাকে ভালোবাসতে।

আমরা যদি রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণ করতে পারতাম তবে আমাদের অবস্থান আরো উন্নতি উচ্চ শিখরে অবস্থান করতো। আমাদেরও উচিত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে অনুরন করে জীবনকে গড়ে তোলা।

রবিবার  (৮ মে) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

এসময় বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীম খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র তরু লোদী শাহজাদপুর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, উপজেলা আ.লীগের সভাপতি  চয়ন ইসলামসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।


আরও খবর