Logo
শিরোনাম

রায়পুরায় পি টি আই থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, আটক ২

প্রকাশিত:রবিবার ০৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২১২০জন দেখেছেন
Image

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট (পি টি আই) থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছেন রায়পুরা থানার পুলিশ। এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে  মোক্তার হোসেন সুমন (৩২) এবং জসিম উদ্দিন (৩৮) নামে দুই জনকে আটক করে আজ রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানান,৭ আগস্ট ভোরে এস আই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে পিটিআই এর সংলগ্ন আসামী সুমনের ভাড়া ঘর থেকে চুরির মালামালা ৩টি মনিটর, ৫টি ব্যাটারী, ২টি প্রজেক্টর, ২টি সি পি ও কিছু ক্যাবলও চুরি করার কিছু যন্ত্রপাতি উদ্ধার করেন। ঐ সময় সুমন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমনকেও আটক করা হয়। তার স্বীকারোক্তিনুযায়ী চুরির সাথে জরিত আরো দুজনের নাম আসলে অপর আসামী  জসিমকে আটক করা হয় এবং আরো একজন গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, ২৯ আগস্ট রাতে ঐ প্রতিষ্ঠান থেকে তিন তলার গ্রিল কেটে ২ লাখ ১১ হাজার টাকার মালামাল চুরি হয়। গত ৫ আগস্ট পি টি আই এর সুপারিনটেন্টডেন্ট মোক্তাদির আহম্মেদ বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে চুরিকৃত মালামালের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫শত টাকার উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়।


আরও খবর