Logo
শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচন: প্রতিনিধি দল নিয়ে ইসিতে যাবেন ওবায়দুল কাদের

প্রকাশিত:রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের নির্ধারিত দিন রবিবার (১২ ফেব্রুয়ারি)। এ দিন সকালে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, রবিবার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। একক প্রার্থী থাকলে ১৪ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হবে।

নিউজ ট্যাগ: রাষ্ট্রপতি

আরও খবর