Logo
শিরোনাম

রাজশাহীতে আজ থেকে সিএনজি ও থ্রি হুইলার ধর্মঘটের ডাক

প্রকাশিত:শুক্রবার ০২ ডিসেম্বর 2০২2 | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে চলমান বাস ধর্মঘটের মধ্যে এবার মহাসড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইলার যানের ধর্মঘট ডেকেছে রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতি।

শুক্রবার দুপুরে সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করে। ফলে রাজশাহীতে এই যাত্রীবাহী ছোট যানবহনগুলো চলাচল করছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

মিশুক-সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কসহ কোনো রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রি-হুইলার চলবে না। মহাসড়কে চলতে গেলে বাস মালিক সমিতি তাঁদের নানা ধরনের বাধা দিচ্ছে। গত কয়েক দিনে তা বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের আট জেলায় বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।


আরও খবর