Logo
শিরোনাম

রাজধানীর মিরপুরে মদ পানে একজনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ৩০ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মিরপুর দারুস সালামে অতিরিক্ত মদ পানে মশিউর রহমান (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেন দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

তিনি জানান, রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে টেকনিক্যাল এলাকায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাতে মশিউর রহমান মারা যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে সে মারা গেছে। মশিউর একটি বায়িং হাউজে চাকরি করতেন।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর সনদে উল্লেখ করেছে অ্যালকোহল পয়জনিং এর কারণে তার মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে। আইনিপ্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর