Logo
শিরোনাম

রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি, ৩০ হাজার মানুষ পানিবন্দি

প্রকাশিত:শনিবার ০৪ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজবাড়ীতে পদ্মার পানি বেড়েই চলছে। গত  ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই জেলায় পদ্মা নদীতীরবর্তী এবং চরাঞ্চলের কয়েক হাজার মানুষ  পানিবন্দি জীবনযাপন করছে।

পদ্মায় পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, ধানক্ষেত, সবজিক্ষেত। এদিকে বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও গো-খাদ্যের সংকটও দেখা দিয়েছে। সেইসঙ্গে রয়েছে সাপের উপদ্রপ।

জেলা প্রশাসনের তথ্যমতে, এই জেলার ১৩টি ইউনিয়নের  ৬৭টি গ্রামের সাত হাজার ৫১৫টি পরিবারের ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। এদের মধ্যে প্রায় ছয় হাজার পরিবারকে চাল ও শুকনা খাবার সহায়তা দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, জেলার ৩০ হাজার পানিবন্দি মানুষের মধ্যে প্রায় ছয় হাজার পরিবারকে চাল ও শুকনা খাবার সহায়তা দেওয়া হয়েছে।


আরও খবর