Logo
শিরোনাম

প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসসচিব পাচ্ছে হোয়াইট হাউস

প্রকাশিত:শুক্রবার ০৬ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারিন জ্যাঁ পিয়েরেকে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়োগের মধ্য দিয়ে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি পেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ৪৪ বছর বয়সী স্বঘোষিত গে ক্যারিন এর আগে বাইডেন প্রশাসনে প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী সপ্তাহে দায়িত্ব শেষ করতে যাওয়া ৪৩ বছর বয়সী জেন সাকির স্থলাভিষিক্ত হবেন।

হোয়াইট হাউসে রিপোর্টারদের সামনে দৈনন্দিন প্রেস ব্রিফিংয়ে অংশ নেন প্রেস সেক্রেটারিরা। এ কারণে পদটি গুরুত্ববহ। প্রেসিডেন্ট দপ্তরের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছেড়ে বাম ঘেঁষা চ্যানেল এমএসএনবিসিতে যোগ দেবেন জেন সাকি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি উত্তরসূরি ক্যারিনকে নৈতিকতাসম্পন্ন উল্লেখযোগ্য নারী হিসেবে অভিহিত করেন। এমএসএনবিসির সাবেক বিশ্লেষক ক্যারিন। ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি প্রেস সেক্রেটারির দায়িত্ব নিয়েছেন।

ফ্রান্স নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ মার্তিনিকে জন্ম নেয়া ক্যারিন বেড়ে ওঠেন নিউ ইয়র্কের কুইন্সে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিচালকদের একজন তিনি।

২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থি অ্যাডভোকেসি গ্রুপ মুভঅনের জাতীয় মুখপাত্র ছিলেন তিনি। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পাওয়ার পর তার চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব নেন ক্যারিন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩