Logo
শিরোনাম

প্রথম ফেব্রুয়ারি থেকেই অমর একুশে গ্রন্থমেলা

প্রকাশিত:বুধবার ২২ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিষয়টি জানান।

তিনি বলেন, কমিটি ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।

এবারের বইমেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।

ফ্রাঙ্কফুর্ট বইমেলার সভাপতি ও সিইও জুয়েরজেন বুস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।

জালাল আহমেদ বলেন 'আমরা ইতোমধ্যে ৩০০টি স্টলের জন্য আবেদন পেয়েছি।' জানুয়ারির মধ্যে স্টল বরাদ্দ চূড়ান্ত করা হবে।

মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হলেও এ বছর করোনার কারণে ১৮ মার্চ থেকে মেলা শুরু হয়েছিল।

মেলা শেষও হয়েছিল তাড়াতাড়ি। ১৪ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল মেলা শেষ করে সরকার সেই সময়ে দেশব্যাপী পুনরায় লকডাউন কার্যকর করে।

নিউজ ট্যাগ: একুশে বইমেলা

আরও খবর

একেক শিশুর পছন্দ একেক ধরনের বই

শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩

খুলে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলার গেট

মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩