Logo
শিরোনাম

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার পর জরুরি বৈঠকে বাইডেন

প্রকাশিত:বুধবার ১৬ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে। তার ওপর পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে আজ বুধবার সকালে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। তাতে উত্তেজনার পারদ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পরিস্থিতি বিবেচনায় বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে। কারণ পোল্যান্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নাও ছোড়া হতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোট ন্যাটোর মিত্ররা তদন্ত শুরু করেছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩