Logo
শিরোনাম

পঞ্চগড়ে তিন হোটেলকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে অপরিচ্ছন্ন পরিবেশ খাবার তৈরি ও বাসি খাবার রাখার দায়ে তিন হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় শহর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের ভিত্তিতে ভোক্তার চাহিদা নিশ্চিত করতে এবং মানসম্মত খাবার পরিবেশন হচ্ছে কি না তা যাচাই করতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পঞ্চগড় শহরের অপরিচ্ছন্ন পরিবেশ খাবার তৈরি করাসহ বাসি খাবার রাখার দায়ে নিউ মৌচাক হোটেলকে ৪ হাজার, নিউ বৃষ্টি হোটেলকে ১ হাজার ও নুর জাহান হোটেলকে ২ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


আরও খবর