Logo
শিরোনাম

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, গুজবে রাজিবের ৫ বছর কারাদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে, এমন গুজব ছাড়ানোর দায়ে রাজশাহীতে এক যুবকের দুটি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবারক্রাইম আদালতের পিপি অ্যাডভোকেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসাইন।

জানা গেছে, ২০১৯ সালের অক্টোবর মাসে রাজিব তার ফেসবুক পেজে পদ্মা সেতু নির্মাণে এক লাখ মানুষের মাথা প্রয়োজন, যা সংগ্রহে সরকারি জনবল মাঠে নেমেছে বলে উল্লেখ করে পোস্ট দেন। এ ঘটনার পর রাজিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দূর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে প্রায় দুই বছর পর এ মামলায় তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩১(২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট ইসমত আরা জানান, মঙ্গলবার রায়ের পর্যবেক্ষণে আদালত যুব সমাজকে সচেতনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর জোর দেন।

 

নিউজ ট্যাগ: পদ্মা সেতু

আরও খবর