Logo
শিরোনাম

পায়রা নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৬ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরগুনার পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। সোমবার (৬ জুন) বেলা ১২টার দিকে পায়রা নদীর শশাতলা ও চাড়াভাঙা এলাকা থেকে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ক্যাপ্টেন হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীর শশাতলী এলাকা থেকে কমল সমাদ্দার (৪০) এবং চাড়াভাঙা এলাকা থেকে আবদুল খালেকের (৫০) লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চড়াভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে পণ্য নিয়ে আসছিলো। এসময় ট্রলারে থাকা পাঁচ শ্রমিক তীরে উঠতে পারলেও তারা নিখোঁজ ছিলেন।

ফায়ার সার্ভিস তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তালতলী ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুদিন অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

 


আরও খবর