Logo
শিরোনাম

পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসের নগর সীমান্তে রেজাউল করিম (৩৪) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ সময় ওই সীমান্তে বাবুল হোসেন নামের অপর এক বাংলাদেশী ব্যক্তিকে আহত অবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে ।

নিহত রেজাউল করিম ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ ভোর রাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারতের ৮৬১ নং সীমানা পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ৯ জন বাংলাদেশী গরু ব্যবসায়ীর একটি দল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের পারাশা ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। পরে সকালে ওই ক্যাম্পের পাশে রেজাউলের মৃতদেহ দেখতে পাওয়া যায়। এসময় বাবুল হোসেন নামের এক বাংলাদেশী গুরুতর আহত হয়। বাকি ৭ জন পালিয়ে যায়। বিএসএফ আহত বাবুলকে আটক এবং রেজাউল করিমের লাশ ভারতে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুত্র জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। সেই সাথে আলোচনার জন্য পত্তাকা বৈঠকের প্রস্তুতি চলছে।


আরও খবর