Logo
শিরোনাম

পাচারকালে ছয় তরুণীসহ ৭ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ১১ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজার থেকে পাচারের সময় ছয় তরুণীসহ ৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিস নামে একজনকে আটক করা হয়। 

শুক্রবার বিকালে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫-এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার এ সব তথ্য জানান।

তিনি জানান, রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ-কক্সবাজার সড়কে অভিযান চালিয়ে চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের ছেলে ইদ্রিসকে আটক করা হয়। এ সময় ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ছয় তরুণী রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। তারা মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

উদ্ধার হওয়া তরুণীরা জানান, উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে তাদের নিয়ে আসছিল ইদ্রিসরা। ইদ্রিস তাদের কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় পৌঁছে দিতে চেয়েছিল। সেখান থেকে ভিন্ন গাড়িতে তাদের কুমিল্লা সীমান্ত এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল। লিংকরোডের আধা কিলোমিটার আগে র‌্যাব চেকপোস্টে তাদের নামিয়ে ইদ্রিসকে আটক করা হয়।


আরও খবর