Logo
শিরোনাম

পাবনার ভাঁড়ারা ইউপির সব পদের নির্বাচন বাতিলের সিদ্ধান্ত

প্রকাশিত:সোমবার ২০ ডিসেম্বর ২০21 | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সব পদের নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর সকালে দুপক্ষের নির্বাচনি প্রচারণার সময় সংঘর্ষে ইয়াসিন আলম (৩৫) নামের এক স্বতন্ত্র প্রার্থীর নিহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান গতকাল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান জানান, ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় অনুষ্ঠেয় পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউপির সব (চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য, সাধারণ ওয়ার্ড সদস্য) পদের নির্বাচন বাতিলের সিদ্ধান্ত দিয়েছে ইসি। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর সকালে ভাঁড়ারা ইউপির নির্বাচনি প্রচারণা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম নিহত হন। ওইদিনই চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি।


আরও খবর