Logo
শিরোনাম

অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে কড়া সমালোচনায় জাকারবার্গ

প্রকাশিত:রবিবার ০৪ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালাকে স্বার্থের সংঘাত হিসেবে অভিহিত করেছেন মেটা প্লাটফর্মের সিইও মার্ক জাকারবার্গ। সম্প্রতি অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে একের পর এক সমালোচনার তীর নিক্ষেপ করেন টেসলা ও টুইটার প্রধান ইলোন মাস্ক। এবার বিশ্বের শীর্ষ ধনীর সঙ্গে যোগ দিলেন বিশ্বের বৃহত্তম সোশ্যাল প্লাটফর্মের শীর্ষ নির্বাহী।

সম্প্রতি নিউইয়র্ক টাইমস আয়োজিত ডিলবুক সম্মেলনে এক সাক্ষাত্কারে জাকারবার্গ বলেন, কোন ডিভাইসে অ্যাপ অভিজ্ঞতা কেমন হবে তার নিয়ন্ত্রণ একক কোম্পানির হাতে থাকা সমস্যার। মোবাইল ইকোসিস্টেমে বড় অংকের মুনাফা যায় অ্যাপলের ঘরে। অ্যাপলের অ্যাপ স্টোর ফি ও নীতিমালা এবং অ্যালফাবেট মালিকানাধীন গুগলের প্লে স্টোর নীতিমালা দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলের সমালোচনার শিকার হয়েছে। এক সপ্তাহ ধরে ইলোন মাস্ক অ্যাপ স্টোর নীতিমালার একহাত দেখে নেন। এতে অ্যাপ স্টোর থেকে টুইটার অপসারণের হুমকিও আসে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক কোম্পানিটি থেকে। তবে মাস্কের পাল্টা টুইটে পিছু হটতে বাধ্য হয় তারা।

এক টুইটে মাস্ক জানান, টুইটারাস্ত্র ব্যবহারের ৪৮ ঘণ্টার মধ্যেই অ্যাপলের সঙ্গে ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে। ৩০ নভেম্বর নিউইয়র্ক টাইমসের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়ে মাস্কের সুরেই কথা বলেন জাকারবার্গ। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপলের বিরুদ্ধে মাস্কের অভিযোগ ছিল বহুমাত্রিক। চিফ টুইটের মূল অভিযোগগুলো ছিল, আইফোন অ্যাপে ডিজিটাল লেনদেনের ফি অতিরিক্ত বেশি, টুইটারে বিজ্ঞাপন দেয়া কার্যত বন্ধ করে দিয়েছে অ্যাপল এবং নিজস্ব অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ মুছে দেয়ার হুমকি দিচ্ছে টিম কুকের নেতৃত্বাধীন ওই কোম্পানি। মাস্কের সঙ্গে সুর মিলিয়ে জাকারবার্গ বলেছেন, নিজস্ব প্লাটফর্মের ওপর নিয়ন্ত্রণ আইফোন নির্মাতাকে নিজের স্বার্থসিদ্ধির সুযোগ করে দিয়েছে।

জাকারবার্গের মতে, কোম্পানিগুলোকে প্রতিযোগীদের নিয়ন্ত্রিত প্লাটফর্মের মাধ্যমে নিজস্ব অ্যাপ সরবরাহে বাধ্য হতে হচ্ছে, সেখানেই তৈরি হচ্ছে স্বার্থের সংঘাত। কোন অ্যাপগুলো ডিভাইস পর্যন্ত যাবে তা একতরফাভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং একে টেকসই বা ভালো কোনো ব্যবস্থা বলে মনে করি না আমি। এক্ষেত্রে মাইক্রোসফট ও গুগলের অপারেটিং সিস্টেমের উদাহরণ টেনেছেন জাকারবার্গ। নিজস্ব অ্যাপ স্টোরের বাইরে থেকেও ডিভাইসে অ্যাপ ইনস্টল করার সুযোগ আছে ওই অপারেটিং সিস্টেমগুলোয়। বরাবরই নিজস্ব অ্যাপ স্টোরের নিয়ন্ত্রণ ব্যবস্থার পক্ষে কথা বলেছে অ্যাপল। অ্যাপের ডিজিটাল লেনদেন থেকে নেয়া ফি কনটেন্ট মডারেশনের কাজে খরচ করার দাবি করে আসছে তারা।

অ্যাপল বলছে, অনিরাপদ ও ত্রুটিপূর্ণ অ্যাপ নিজস্ব প্লাটফর্ম থেকে দূরে রাখতে তারা সফল। এক্ষেত্রে নিজস্ব অ্যাপ স্টোরের বাইরের অ্যাপ সাইডলোড করার সুযোগ দিলে প্লাটফর্মের নিরাপত্তায় দুর্বলতা তৈরি হবে।

নিউইয়র্ক টাইমসের আয়োজিত ডেডলক সম্মেলনে অ্যাপলের সমালোচনা করার সময় সরাসরি অ্যাপল বা মাস্কের নাম উচ্চারণ করেননি জাকারবার্গ। আর কনটেন্ট মডারেশন প্রসঙ্গে মাস্কের মতামতের সঙ্গে কিছুটা হলেও দূরত্ব রেখেছেন। এ বিষয়ে জাকারবার্গের মত, আমি মনে করি শিল্প খাত আরো আকর্ষণীয় হয়ে ওঠে, যখন মানুষ ভিন্ন পথ বেছে নেয়।

মাস্ক নিজে একটি সামাজিক মাধ্যম প্লাটফর্মের মালিক বলে জাকারবার্গ তার পক্ষ নিচ্ছেন বাস্তবতা এমন নয়। অ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা পরিবর্তনে বড় ধাক্কা লেগেছে জাকারবার্গের মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেডের বিজ্ঞাপনী আয়ে। ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিক শেষে ১ লাখ কোটি ডলার বাজার মূল্যের মাইলফলক ছুঁয়েছিল মেটা তথা তত্কালীন ফেসবুক। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে মেটার বাজার মূল্য নেমে এসেছে ৩২ হাজার কোটি ডলারের ঘরে। আর মেটার এ দরপতনের জন্য বিভিন্ন সময়ে পরোক্ষভাবে অ্যাপলকেই দায়ী করেছেন জাকারবার্গ। অন্যদিকে অভিযোগের ফুলঝুরি ছড়ানোর দুদিনের মাথায় অ্যাপলের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন মাস্ক। অ্যাপল কার্যালয়ে প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে দেখা করে টুইট করেছেন, অ্যাপলের সঙ্গে যা ছিল, তার সবই ছিল ভুল বোঝাবুঝি


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩