Logo
শিরোনাম

অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে ট্রাইব্যুনালে : হাইকোর্ট

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অর্পিত সম্পত্তি নিয়ে ২০১২ সালের আগের লাখ লাখ মামলা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।  জেলা প্রশাসকরা এসব অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন।

২০১২ সালে অর্পিত সম্পত্তির তিনটি সেকশন চ্যালেঞ্জ করে করা দুটি রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ রায় দেয় বিচারপতি নায়মা হায়দার, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি  কুদ্দুস জামানের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ।

রাষ্ট্রের আইন কর্মকর্তা জানান, ট্রাইব্যুনাল গঠনের আগে দেওয়ানি আদালতে অনিষ্পন্ন চলমান মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হয়েছে রায়ে। ফলে অর্পিত সম্পত্তির মামলাগুলো শুধু ট্রাইব্যুনালে চলবে।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার ওমর ফারুক। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।


আরও খবর