Logo
শিরোনাম

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি

প্রকাশিত:শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বর্তমান পরিস্থিতি বিবেচনায় একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শুক্রবার (১৬ সেপ্টম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

শ্রমিক নেতা কমরেড রাজেকুজ্জামান রতন জানান, শ্রমিকরা মাথার গাম পায়ে ফেলে, অথচ তারা কিছুই পায় না। বৈশ্বিক ও সরকারি নীতি হিসেবে একজন শ্রমিকের বেতন ৯৩ হাজার টাকা হওয়া উচিত। কিন্তু আমরা ন্যূনতম মজুরি মাত্র ২০ হাজার টাকা চেয়েছি।

তিনি বলেন, দেশে ৮০০০ নতুন কোটিপতি হয়েছে। তারা শ্রমিক শোষণকারী। ২০ হাজার টাকা আজকের বাজারে জীবন চলে না।

সমাবেশে ন্যূনতম মজুরির পাশাপাশি অবাধ ট্রেড ইউনিয়ন চর্চার সুযোগ নিশ্চিত করা, শ্রম আইন ও শ্রমিক নিপীড়নের ধারা সমূহ সংশোধন, চাকরি ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং রেশন ও আপৎকালীন মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে শ্রমিক নেতারা

এ ছাড়া শ্রমজীবীদের জন্য সার্বজনীন রেশন চালুর দাবিতে আগামী ৫ অক্টোবর খাদ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান এবং সারাদেশ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।


আরও খবর