Logo
শিরোনাম

নরসিংদীতে রায়পুরায় বিনষ্ট করা হলো প্রায় ২ লাখ এনআইডি কার্ড

প্রকাশিত:বুধবার ১১ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | ১৫০৫জন দেখেছেন
Image

নরসিংদী প্রতিনিধি:

রায়পুরায় পোড়ানো হলো দুই লাখ ৯৫ হাজার ২৯৬টি জাতীয় পরিচপত্রের (এনআইডি) পেপার লেমিনেটেড কার্ড। বুধবার (১১মে) বিকেলে উপজেলা অফিস চত্বরে কার্ডগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার আগে এসব এনআইডি জমা নেয়া হয়েছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া জানান, ইতোমধ্যে দুই লাখ ৯৫ হাজার ২৯৬টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন জানান, এটার অপব্যবহার যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত থেকে বিনষ্ট করা হয়েছে। এটা নিয়মিত কার্যক্রমের অংশ যা আগামীতেও অব্যাহত থাকবে।

এনআইডি কার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজগর হোসেন, নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা, বন কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি সাংবাদিকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আরও খবর