Logo
শিরোনাম

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

প্রকাশিত:শনিবার ২৩ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড। এর ধারাবাহিকতা বজায় রেখে দলটি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে জিততে পারেনি একটি ম্যাচেও।

শুক্রবার বেলফোস্টে এক ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে আয়ারল্যান্ড। দলটির পক্ষে ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় ২৯ বলে সর্বোচ্চ ৪০ রান করেন উদ্বোধনী ব্যাটার পল স্টার্লিং। ১৯ বলে ২৮ রান আসে লুকান ট্যাকারের ব্যাট থেকে। 

এছাড়া ২০ বলে ২৩ রান করে হ্যারি ট্যাক্টর। নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন ব্লেইর টিকনার। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট পান ইশ শোধিও। 

জবাব দিতে নেমে লক্ষ্য তাড়া করতে কোনো বেগ পেতে হয়নি কিউইদের। ১৯ বলে ২৫ রান করে মার্টিন গাপ্টিল ও ৭ বলে ১৪ রান করে ফিন অ্যালন সাজঘরে ফেরত যান। তবে ৪৪ বলে ৫৬ রান করে গ্লেন ফিলিপস ও ৬ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন জিমি নিশাম।

 


আরও খবর