Logo
শিরোনাম

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার মাহাবুবুর রহমান নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন মো. ইস্রাফিল (২০), মো. রিপন (২০) এবং সাকিম আলী (২০)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, ভবনটির আটতলায় নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ করছিলেন শ্রমিকরা। অসাবধানতাবশত তিন শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে যান। পড়ে তাদের অন্য শ্রমিকরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাকিম আলী ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। আহত মো. রিপনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে রিপনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

ওসি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। মামলার প্রক্রিয়া চলছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টিম লিডার চিত্র রঞ্জন বৌদ্ধ বলেন, ছাদ থেকে পড়ে মারা যাওয়ার কোনও সংবাদ আমরা পায়নি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসকে এ বিষয়ে জানানো হয়নি।’


আরও খবর