Logo
শিরোনাম

নেপালে ২২ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ

প্রকাশিত:রবিবার ২৯ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পর্যটন নগরী পোখারা থেকে জমসমে যাচ্ছিল বেসরকারি মালিকানার এই ছোট উড়োজাহাজ। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ২২ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি উড়োজাহাজ। রোববার সকালে এ ঘটনা ঘটেছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পর্যটন নগরী পোখারা থেকে জমসমে যাচ্ছিল বেসরকারি মালিকানার এই উড়োজাহাজ। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এএনআই বলছে, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় ওই উড়োজাহাজটি। কিছু সময় পরই পাহাড়ি জেলা মুস্তাংয়ে যাওয়ার পর এটি রাডারের বাইরে চলে যায়। উড়োজাহাজটি খুঁজে করতে একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। এতে মোট ১৯ যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। যাদের মধ্যে চারজন ভারতীয় ও তিনজন জাপানি।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩